হ্যাকার থেকে ফোন কেমন করে নিরাপদে রাখা যায়?
মোবাইল ডিভাইস হ্যাকিং থেকে বাঁচিয়ে রাখার জন্য কিছু পয়েন্ট লিখে দিলাম নিচে:
১. পারতপক্ষে মোবাইল ডিভাইস আপনার হাতছাড়া করবেন না। শুধু হাতে পেলেই মোবাইলে হ্যাকিং এর অনেক কাজ করা যায়।
২. মোবাইলের lock এ ১২৩৪ এর মতো কমন পাসকোড দিবেন না।
৩. bluetooth অন রাখবেন না। কাজ শেষ হলেই অফ করে দেবেন।
৪. পাবলিক wifi যেমন রেস্টুরেন্টে – ওটা ব্যবহার করবেন না যতটা সম্ভব।
৫. নিয়মিত ব্রাউজার হিস্টোরি, cookie ডিলিট দিবেন।
৬. এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করবেন – kaspersky, bitdefender এর মোবাইল এপস আছে
৭. প্লে ষ্টোর বা এপ স্টোর ব্যতীত অন্য কোথাও থেকে এপ্স ডাউনলোড দেবেন না।