আমার আইডি হ্যাক হয়েছে। কিভাবে আইডি ফিরে পাবো? একটু নিয়ম বলবেন কি?

আমার আইডি হ্যাক হয়েছে। কিভাবে আইডি ফিরে পাবো? একটু নিয়ম বলবেন কি?
FB Id Hack

আইডি হ্যাক হলে যেই পদক্ষেপ গুলো নিতে পারেন –

  • হ্যাক হয়ে যাওয়া ID কে রিপোর্ট করুন। নিজের নতুন কোন আইডি বা বন্ধুদের আইডি ব্যবহার করতে পারেন রিপোর্ট করার জন্য।
  • Forget password বা লগিনের অপশনে গিয়ে নিজের তথ্য দিয়ে লগিনের চেষ্টা করুন। হ্যাকার পাসওয়ার্ড পরিবর্তন করে দিলেও, আপনার legal কোন ডকুমেন্ট ফেসবুকে সাবমিট করলে, ফেসবুক আইডি এক্সেস আপনাকে দিতে পারে।
  • আপনার  শেষে এই ওয়েবসাইট এ ভিজিট করতে পারেন 

সতর্কতা স্বরূপ আরও করতে পারেন –

  • ৯৯৯ এ কল করে অভিযোগ করুন অথবা নিকটস্থ থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করুন। থানায় কোন ডকুমেন্ট থাকলে, হ্যাক হওয়া আইডি থেকে কোন অপরাধ করলেও আপনি আইনি জটিলতায় পড়বেন না।
  • আপনার ডিভাইসে এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করুন। হ্যাকার অনেক সময় আপনার ডিভাইসেই আক্রমন করতে পারে আগে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *