আইডি হ্যাক হলে যেই পদক্ষেপ গুলো নিতে পারেন –
- হ্যাক হয়ে যাওয়া ID কে রিপোর্ট করুন। নিজের নতুন কোন আইডি বা বন্ধুদের আইডি ব্যবহার করতে পারেন রিপোর্ট করার জন্য।
- Forget password বা লগিনের অপশনে গিয়ে নিজের তথ্য দিয়ে লগিনের চেষ্টা করুন। হ্যাকার পাসওয়ার্ড পরিবর্তন করে দিলেও, আপনার legal কোন ডকুমেন্ট ফেসবুকে সাবমিট করলে, ফেসবুক আইডি এক্সেস আপনাকে দিতে পারে।
- আপনার শেষে এই ওয়েবসাইট এ ভিজিট করতে পারেন
সতর্কতা স্বরূপ আরও করতে পারেন –
- ৯৯৯ এ কল করে অভিযোগ করুন অথবা নিকটস্থ থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করুন। থানায় কোন ডকুমেন্ট থাকলে, হ্যাক হওয়া আইডি থেকে কোন অপরাধ করলেও আপনি আইনি জটিলতায় পড়বেন না।
- আপনার ডিভাইসে এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করুন। হ্যাকার অনেক সময় আপনার ডিভাইসেই আক্রমন করতে পারে আগে।