নৈতিক হ্যাকিং শিখতে চাই। কিভাবে শিখব? নৈতিক হ্যাকিং শিখে আমি চাকরির ক্ষেত্র কিভাবে বাছাই করব?
শুরুর পূর্বে:
হ্যাকিং এর ধরাবাধা কোন সিলেবাস নেই। আর ক্ষেত্রটা খুবই বিশাল। তবে শুরুতে যেই বিষয়গুলো অবশ্যই জানা থাকা লাগবে :
- প্রোগ্রামিং :
- এডভান্স হতে হবে এমন নয়। তবে নিজে থেকে অন্তত কিছু ছোট প্রজেক্ট যেন করতে পারেন তেমন
- আরও কোন প্রোগ্রামিং এর syntax বুঝতে পারেন – এমন হলে ভাল। কারণ সবাই তো একটা প্রোগ্রামিং লেঙ্গুয়েজ দিয়ে কোড করে না
- কম্পিউটার নেটওয়ার্কিং
- কমন নেটওয়ার্ক প্রটোকল গুলোর আদ্যোপান্ত
- অপারেটিং সিস্টেমের ধারণা – লিনাক্স বেজড + windows
- ওয়েব সাইট এর back end এ কাজ করার অভিজ্ঞতা
- ডাটাবেজ প্রোগ্রামিং
হ্যাকিং এর পথে:
বেসিক এসব বিষয় জানা হয়ে গেলে আপনি ভাল কোথাও কোর্স করুন। কোর্সে অনেক সুন্দর করে বুঝানো হয় হ্যাকিং এর ধারণা গুলো। ইউটিউবেও বিভিন্ন টিউটোরিয়াল দেখতে পারেন। হ্যাকিং নিয়ে এখন অনেক বইও লেখা হয়। গুগলে একটা সার্চ দিলেই পাবেন।
চাকরির ক্ষেত্র: ইথিক্যাল হ্যাকিং এর চাহিদা অনেক। ফ্রিল্যান্স বা কর্পোরেট জবে অনেক vacancy রয়েছে